বদলে যাওয়া রিয়াল

গত মৌসুমেও ধুঁকছিল। তাতে শূন্য হাতেই বছর শেষ করে তারা। কিন্তু আবারও জিনেদিন জিদানের ছোঁয়ায় বদলে গেল রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে লিগ শীর্ষে উঠে এল লস ব্লাঙ্কোসরা। শেষ বেলায় নাচোর একমাত্র গোলই পরিত্রাতা হয়ে দাঁড়ায় জিদানদের।

বেশ কিছুদিন ধরেই খেতাবের দৌড়ে সাপ-লুডোর খেলা চলছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। তবে কিছুতেই মেসিদের টপকে শীর্ষে উঠে আসা হচ্ছিল না মাদ্রিদের।

অবশেষে বার্সার থেকে পরিষ্কার ৩ পয়েন্টের ব্যবধান তৈরি করতে সক্ষম জিদানের দল৷ এক্ষেত্রে ২১ রাউন্ডের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে বার্সেলোনার হারই বাড়তি সুবিধা করে দেয় রিয়ালকে।

এই নিয়ে লিগের শেষ ১২টি ম্যাচে অপরাজিত থাকল রিয়াল তবে চিন্তার বিষয় হল ২০২০ সালে দলের কোনও স্ট্রাইকারই গোল করতে পারেননি। করিম বেনজেমা শেষ ৬টি ম্যাচে পাননি প্রতিপক্ষ জালের দেখা।

আপনি আরও পড়তে পারেন