‘ব্যাচেলর’ একাদশ

বিশ্বকাপের পর বিয়ে করবো’-এক সাক্ষাতে সৌম্য সরকার এমনটাই বলেছিলেন। কিন্তু এখনো তেমন কোনো নমুনা দেখা যাচ্ছে না।

অবশ্য এ নিয়ে আপনার আমার মাথা ব্যথার কারণও নেই। কেননা সময় হলে ঠিকই এই অধ্যায়ে নাম উঠবে টাইগার ওপেনারের।

শীত আর বিয়ে! যেন এক সুতোয় গাঁথা। অনেকে তো এই সময়টাকে বিয়ের মৌসুমও বলেন। তবে ক্রিকেটারদের বেলায় এখন পর্যন্ত সেটা ফলেনি।

গত বছরের শেষ দিকে আফিফ হোসেনের বিয়ে নিয়ে একটা হাঁকডাক হয়েছিল। যদিও যেটা স্রেফ গুজব বলে উড়িয়ে দেন আফিফ।

আর নাসির হোসেন বিয়ে করছেন কবে সেটাও পরিষ্কার না। ক’দিন আগেও শোনা গেছে পাত্রী খুঁজছেন তিনি। এখন পছন্দের পাত্রী কবে মিলবে সেটাই দেখার অপেক্ষা।

হয়তো এ বছর আরও কয়েকজন নতুন ইনিংস শুরু করবেন। নাম লেখাবেন তামিম-সাকিব-মুশফিকদের কাতারে। তার আগে ‘পূর্বপশ্চিমবিডি’ পাঠকদের জন্য তৈরি করল ব্যাচেলর একাদশ।

যেখানে সৌম্য, নাসির আর আফিফ ছাড়াও রয়েছেন পেসার সাইফুদ্দিন, নতুন তারকা নাঈম শেখের মতো ক্রিকেটার।

ব্যাচেলর একাদশ

সৌম্য সরকার (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হাসান শান্ত, আফিফ হোসেন, জাকির হাসান (উইকেট-কিপার), নাসির হোসেন (সহ-অধিনায়ক), সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান রানা, সাইফুদ্দিন ও আবু জায়েদ রাহী।

আপনি আরও পড়তে পারেন