ব্রায়ান্টের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব

কোবে ব্রায়ান্ট আর নেই। বিশ্বাসই করতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা। শুধু নিজের দেশেই নয়, বিশ্বজোড়া খ্যাতি ছিল এই বাস্কেটবল তারকার। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন কিংবদন্তি খেলোয়াড়। এনবিএ’র সর্বকালীন সেরা মাত্র ৪১ বছরের প্রাক্তন খেলোয়াড়ের পাশাপাশি তার ১৩ বছরের কন্যা জিয়ানারও মৃত্যু হয়েছে। ব্রায়ানের প্রয়াণে শোকবিহ্বল বিরাট কোহলি থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিরাট ব্রায়ানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ এই খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছি। কত ছোটবেলার স্মৃতি ফিরে ফিরে আসছে। কোর্টে এই ম্যাজিশিয়ান যা করতেন, তা দেখতে ভোরবেলায় উঠতাম আর চমকে যেতাম তাঁর খেলা দেখে। জীবন কতটাই অনিশ্চিত ও অস্থির। দুর্ঘটনায় তাঁর মেয়ে জিয়ানারও মৃত্যু হয়েছে। মনটা একেবারে ভেঙে গিয়েছে। রেস্ট ইন পিস। পরিবারের জন্য শক্তি আর সমবেদনা রইল।’

কোবে ব্রায়ান্টের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রোহিত শর্মাও। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আজ খেলার বিশ্বের দুঃখের দিন। খুব তাড়াতাড়ি চলে দেলেন খেলার এক কিংবদন্তি।’

জুভেন্তাসের সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো কোবে ব্রায়ান্টের প্রয়াণে আবেগঘন এক পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘কোবে ব্রায়ান ও তার কন্যার প্রয়াণের খবর পেয়ে মর্মাহত। কোবে প্রকৃত অর্থে একজন কিংবদন্তি। তিনি বহু মানুষের কাছে অনুপ্রেরণা। তাঁর পরিবার বন্ধুবান্ধব এবং দুর্ঘটনায় মৃত সবার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

১৮ বছর বয়সেই সবার নজরে আসেন কোবে ব্রায়ান্ট। ২০ বছর লস এঞ্জেলেস লেকার্সের হয়ে খেলেছেন তিনি। তার মধ্যে ১৮ বছরই অল-স্টার টিমে খেলে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে।

আপনি আরও পড়তে পারেন