নিরাপদে পাকিস্তান পৌঁছাল মমিনুলরা

অবশেষে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ টেস্ট দল। এর আগে প্রথম টেস্টে অংশ নিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রওয়ানা করে মুমিনুলরা। সরাসরি পাকিস্তানে যাওয়ার রাস্তা না থাকায় কাতারের রাজধানী দোহা হয়ে ইসলামাবাদ যেতে হয়েছে তাদের। লম্বা জার্নি শেষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালের দিকে নিরাপদেই পাকিস্তানে পৌঁছাল টাইগাররা।

প্রসঙ্গত, পাকিস্তানে সর্বশেষ ১৭ বছর আগে টেস্ট খেলেছে বাংলাদেশ দল। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে তিন ম্যাচের টেস্ট সিরিজে করাচি, পেশোয়ার ও মুলতানে খেলেছিল টাইগাররা। এর মধ্যে মুলতানে জয়ের খুব কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশকে।

এ দিকে ২৮ টাকায় দেখা যাবে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের সর্বনিম্ন মূল্য পাকিস্তানী মুদ্রায় ৫০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ২৭ টাকার মত।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন