আজ সন্ধ্যায় সুনামগঞ্জে দামাইল উৎসব, অংশগ্রহণ করছে জগন্নাথপুর

আজ সন্ধ্যায় সুনামগঞ্জে দামাইল উৎসব, অংশগ্রহণ করছে জগন্নাথপুর
মোঃ হুমায়ূন কবীর ফরীদি,  জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক রাধারমণ পরিষদ এর আয়োজনে দুই দিন ব্যাপী দামাইল উৎসব সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আজ ১৩ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। আর এই উৎসবে জগন্নাথপুর আন্তর্জাতিক রাধারমণ পরিষদ অংশগ্রহণ করছে।
উৎসব সংশ্লিষ্ট সুত্র জানায়, আন্তর্জাতিক রাধারমন পরিষদ এর আয়োজনে সুনামগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আজ ১৩ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় ৩য় ধামাইল উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এডভোকেট  পীর ফজলুর রহমান মিসবাহ।
আন্তর্জাতিক রাধারমন পরিষদের সভাপতি ডি. চৌধুরী অসিত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ পৌরসভার জন- নন্দিত  মেয়র মোঃ  নাদের বখত, সুনামগঞ্জ  জেলা উদীচীর সভাপতি শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সিলেট জেলা প্রেসক্লাব এর সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি প্রদীপ পাল নিতাই, সুনামগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান।
স্বাগত বক্তব্য রাখবেন সুনামগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক রাধারমন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট  শামছুল আবেদীন। এছাড়াও অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত প্রবীন লোক সংগীত শিল্পী সুষমা দাশ ও বিশিষ্ট লোক সংগীত শিল্পী কৃষ্ণ চন্দ কে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এরপর শুরু হবে ধামাইল পরিবেশনা।
এদিকে উৎসবের ২য় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আন্তর্জাতিক রাধারমন পরিষদের সভাপতি ডি. চৌধুরী অসিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ  খায়রুল হুদা চপল, পিপি এডভোকেট  শামছুন নাহার বেগম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সিলেট কোতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক এডভোকেট  বজলুল মজিদ চৌধুরী খসরু, সৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ। এরপর শুরু হবে ধামাইল পরিবেশনা।
দুই দিনব্যাপী উৎসবে জগন্নাথপুর আন্তর্জাতিক রাধারমণ পরিষদ,  সুনামগঞ্জ নৃত্যাঙ্গন, শতদল শিল্পীগোষ্ঠী, বুলবুল সংগীত নিকেতন, নবনাগরী ধামাইল সংঘ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি, ছাতক উপজেলা শিল্পকলা একাডেমি, লোকদল শিল্পীগোষ্ঠী, জামালগঞ্জ উপজেলা ধামাইল দল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী, সুন্দরম শিল্পীগোষ্ঠী, আলহ্বাজ জমিরুন নুর উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করবে। উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক রাধারমন পরিষদের সভাপতি ডি. চৌধুরী অসিত ও সাধারণ সম্পাদক এডভোকেট  শামছুল আবেদীন।
https://www.youtube.com/watch?v=U7tpmTAWwb4

আপনি আরও পড়তে পারেন