কুষ্টিয়ায় জামায়াতের ১১ নেতাকর্মী আটক

কুষ্টিয়ার সদর উপজেলায় গোপন বৈঠকের সময় জামায়াতের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া গ্রামে নাশকতার জন্য গোপন বৈঠক করছিলো জামায়াতের ১১ নেতাকর্মী। পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াতের আমির শংকরদিয়া গ্রামের আলমগীর হোসেন, জামায়াতের সদর উপজেলার সহ সম্পাদক রফিকুল ইসলাম, তাহাজ উদ্দিন মন্টু হুজুর, বাবলু রহমান, খবির, ইসরাফিল, ছাবদার আলী, তাহাজ উদ্দিন, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলামকে আটক করে।

আটকের সময় তাদের কাছে জামায়াত ইসলামের সাংগঠনিক গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া গ্রামের মন্টু হুজুরের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য গোপন বৈঠক করছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে সেখান থেকে ১১ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছে জামায়াত ইসলামী সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

আটক জামায়াত নেতাকর্মীদের কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন