৪ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে মাস্ক!

প্রাণঘাতী করোনাভাইরাস চীন থেকে এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাস্কের দাম। চাহিদা বাড়ায় কৃত্রিম সংকট তৈরি করে দোকানিরা চারগুণ দামে মাস্ক বিক্রি করছেন।

কলকাতার বিভিন্ন দোকানে ‘এন-৯৫ মাস্ক’ তো বটেই, উধাও হয়েছে হাত সাফ করার রাসায়নিক বা ‘হ্যান্ড স্যানিটাইজ়ার’ও।

ধর্মতলার একটি পুরনো ওষুধের দোকানের কর্মী বললেন, আগে সপ্তাহে ১০-১২ শিশি স্যানিটাইজ়ার বিক্রি হতো। গত তিন দিনে শ’খানেক শিশি বিক্রি হয়েছে! ডিলারের ঘরেও আকাল।

বিভিন্ন বাজার ঘুরে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভালো মানের এক জোড়া ‘এন-৯৫’ মাস্কের দাম প্রায় ১৫০ টাকা। কিন্তু দোকানিরা জানাচ্ছেন, চাহিদা বাড়ায় তা ৪০০-৫০০ টাকাতেও বিক্রি হচ্ছে।

সাধারণ ধুলো আটকানোর ৮০ টাকার মাস্ক ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। স্যানিটাইজ়ারের দামও দোকানদাররা ইচ্ছেমতো নিচ্ছেন বলে অভিযোগ।

দিল্লিতেও মাস্ক ও স্যানিটাইজ়ারের আকাল। ২০ টাকার মাস্ক ৭০ টাকায় বিক্রি হচ্ছে, ৮০ টাকার স্যানিটাইজ়ারের জন্য দিতে হচ্ছে ২০০। উঠছে কালোবাজারি অভিযোগ।

অনলাইনেও ‘মাস্ক’ বিক্রির হার বেড়েছে। তবে এসব প্লাটফর্মে দাম অনেক বেশি নেয়া হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন