ভৈরবে মাদকসহ আটক ৫

ভৈরবে মাদকসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৬ মার্চ) রাতে ভৈরব বাজার এলাকার বটতলা থেকে ৩ বোতল ভোদকা ও ২ বোতল হুইস্কি’সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- ভৈরবপুর এলাকার মালেক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৮), মৃত আব্দুর করিম মিয়া ছেলে বাদল মিয়া (৫৫), মৃত চুন্নু মিয়ার ছেলে নাজমুল হোসেন (৪৫), মৃত সিদ্দিক মিয়ার ছেলে বাবলু মিয়া (৩২), বিবাড়িয়ার সরাইল উপজেলার মৃত হারাধন পালের ছেলে মঙ্গল পাল

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদে ভিত্তিতে মাদক নির্মূলে লক্ষে ভৈরব বাজার বটতলা রোড বাটা শোরুমের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ৩ বোতল ভোদকা, ২ বোতল হুইস্কি, মাদক বিক্রির নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়। আটকৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন