মহিলাদের পোশাক বদলের দৃশ্য দেখার চেষ্টা যুবকের, অতঃপর…

কাজের ফাঁকে ট্রায়াল রুমে উঁকিঝুঁকি দিয়ে মহিলাদের পোশাক বদল করার দৃশ্য দেখার চেষ্টা করতো সে। মহিলার হাতেনাতে ধরে ফেলায় আপাতত কারাগারে যেতে হলো শপিং মলের ওই কর্মীর। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মিলেছে ঘটনার প্রমাণ।

জানা গেছে, ঘটনার দিন স্বামীর সঙ্গে নয়ডার সেক্টর ৩২’র একটি শপিং মলে গিয়েছিলেন মহিলা। একটি পোশাক পছন্দ হয়ে যায় তার। স্বামীর কথামতো পোশাকটি নেবেন বলে মনস্থিরও করে ফেলেন কিন্তু শপিং মল থেকে পোশাক কিনছেন আর একবার ট্রায়াল দিয়ে দেখে নেবেন না তা তো হতে পারে না। তাই ট্রায়াল রুমে যান মহিলা।

দরজা বন্ধ করে পোশাক বদল করবেন বলে ঠিক করেছেন। এমন সময়ে আচমকাই তার দুশ্চিন্তা শুরু হয়। আর পাঁচজন মহিলার মতো তিনিও ভাবতে শুরু করেন কেউ তাকে দেখতে পাচ্ছেন না তো? আকাশ পাতাল ভাবতে ভাবতে পোশাক বদলাতে শুরু করেন। এমন সময় দরজায় শব্দ পান মহিলা। তিনি বুঝতে পারেন পোশাক বদলের অবস্থায় তাকে কেউ দেখার চেষ্টা করছে। তড়িঘড়ি একটি পোশাক পরে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসেন তিনি। স্বামীকে গোটা ঘটনাটি জানান ওই মহিলা। তার স্বামী ওই শপিং মলের কর্মীদের এ কথা জানান। স্টোর ম্যানেজারের কানেও পৌঁছায় ঘটনার কথা। এরপর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় ওই মহিলা দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়ার পরই ট্রায়াল রুমের সামনে শপিং মলের এক কর্মী চলে আসে।

বছর একুশের ওই যুবক ট্রায়াল রুমে উঁকিঝুঁকি মারতে শুরু করে। মহিলা গোটা ঘটনাটি টের পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে কর্মী। ঘটনাটির সত্যতা অস্বীকার করার চেষ্টা করে। তবে সিসিটিভি ফুটেজের কথা শোনার পর কার্যত নিজের ভুল স্বীকার করে নেয় সে।

এদিকে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সেক্টর ২৪ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার (৬ মার্চ) তাকে আদালতে তোলা হয়। বিচারক আপাতত অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

আপনি আরও পড়তে পারেন