প্রিয়াঙ্কা গান্ধী করোনায় সতর্ক করলেন

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে বিশ্বজুড়ে। ভারতে বৃহস্পতিবারই প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কর্নাটকে। আবার শনিবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের বেঙ্গালুরু অফিসের এক কর্মীর করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। সারা বিশ্বের পরিস্থিতিরও অবনতি হয়েছে। সারা বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় ৫০০০ জনের। আক্রান্ত ১ লক্ষ ৩৪ হাজার ৮১৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৭০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ নিশ্চিত হয়েছে কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর। ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তেও চলছে করোনা সংক্রমণের সন্দেহে পরীক্ষা চলছে।করোনার রুখতে বহু দেশের ভিসায় নিয়ন্ত্রণ চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী করোনা নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি এক ভিডিও বার্তায় প্রাণঘাতী এ ভাইরাসের ব্যাপারে দেশের জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত ভারতে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জন। যদিও বেসরকারি মতে সংখ্যাটা ৭৬ জন। দিল্লিতে এখনও পর্যন্ত মোট ছজনের দেহে করোনার জীবাণুর উপস্থিতি মিলেছে। এই পরিস্থিতিতে দিল্লির কেজরিওয়াল সরকার বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। দিল্লি সরকার সব ধরনের ক্রীড়া কর্মসূচি বাতিল করা হচ্ছে। দিল্লিতে আইপিএল এর ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩১ মার্চ অবধি শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ৩১ মার্চ পর্যন্ত জেএনইউ-ও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।করোনার রুখতে বহু দেশের ভিসায় নিয়ন্ত্রণ চালু করেছে ভারতে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, করোনা রুখতে আরও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র৷ এই পরিস্থিতিতে সকলের পাশে থাকা খুব দরকার৷ সব এয়ারপোর্টে স্ক্রিনিং চলছে৷

আপনি আরও পড়তে পারেন