শরীয়তপুরে ১৪৯ প্রবাসী কোয়ারেন্টাইনে

শরীয়তপুরে বিদেশ থেকে আসা ১৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানার জন্যই তাদের রাখা হয়। প্রবাসীর মধ্যে রয়েছে ইতালি, সৌদি আরব, ব্রুনাই, মালয়েশিয়া, কাতার, কুয়েত, জর্দান, ওমান, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, বাহরাইন, ফ্রান্স, গ্রিস, সিঙ্গাপুর ও দুবাইফেরত যাত্রী।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সৈয়দা শাহিনুর নাজিয়া জানান, করোনাভাইরাস রোগী শনাক্তকরণের লক্ষ্যে বিদেশ থেকে আসা ১৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ২৪, নড়িয়ার ৪৮, জাজিরার ১৯, ভেদরগঞ্জ উপজেলার ১৭, ডামুড্যার ৩৪ ও গোসাইরহাটের সাতজন রয়েছেন। তাদের প্রত্যেককে ১৪ দিন নিজ বাড়িতে একা থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, এরইমধ্যে ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালসহ বিভিন্ন কক্ষে পাঁচটি আসন, সদর হাসপাতালে পাঁচটি আসনসহ প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে একটি করে আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগীদের সেবা দিতে প্রত্যেক হাসপাতালে একটি করে র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন