নিজের হোটেলগুলোকে হাসপাতাল বানাচ্ছেন রোনালদো

করোনাভাইরাসে আক্রান্তদের জন্য অনন্য নজির স্থাপন করতে চলেছেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের দুটি বিলাসবহুল হোটেলকে হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দিচ্ছেন তিনি।

স্পেনের শীর্ষ স্থানীয় দৈনিক মার্কার খবরে জানানো হয়েছে, আগামী সপ্তাহ (ইউরোপিয়ান সপ্তাহ শুরু হয় সোমবার থেকে) থেকেই লিসবন এবং মাদেইরাতে রোনালদোর যে দুটি পেস্তানা হোটেল রয়েছে সেগুলোকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হবে।

আরো জানা গেছে, হাসপাতালে রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। আর এ কাজে হাসপাতালের যাবতীয় খরচ বহন করবেন রোনালদো।

এর আগে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনার ব্যাপারে সতর্কতামূলক বার্তা দিয়েছিলেন রোনালদো। ইন্সটাগ্রামে তিনি লিখেছিলেন, ‘বিশ্ব এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে আমাদের সকলের মনোযোগী এবং যত্নবান হওয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্রশাসনের নির্দেশনা মেনে আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।’

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন