দোহার নবাবগঞ্জে ছাই বৃষ্টি -আল্লাহ করোনার ওষুধ দিয়েছেন” বলে শরীরে মাখছে মানুষ

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ছাই বৃষ্টির খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় নানা নারী-পুরুষ, শিশু, বৃদ্ধদেরকে ছাই কুড়াতে দেখা যায়। তারা বলছেন, আকাশ থেকে ছাই পড়ছে। তা নানা বয়সী মানুষ মাথাসহ শরীরে মাখছে। সবাই বলা-বলি করছেন “আল্লাহ করোনার ওষুধ দিয়েছেন, শরীরে মাখলে করোনা হবে না”।
দোহারের কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের এক গৃহবধূ এ তথ্য নিশ্চিত করে জানান, আমি বাড়ির ছাদে ছিলাম। এক আত্মীয়ের ফোন পেয়ে ছাদ থেকে ছাই আবিস্কার করি। বিষয়টি আশ্চর্যজনক।
নবাবগঞ্জের কলাকোপা গোপিকান্তপুর গ্রামের মুক্তা বেগম বলেন, বিকাল থেকে লক্ষ্য করছি আকাশ থেকে ছাই বৃষ্টি হচ্ছে। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য এলাকাবাসী শরীরে মাখছেন। সবাই বলাবলি করছেন “আল্লাহ করোনার ওষুধ দিয়েছেন, শরীরে মাখলে করোনা হবে না”।
একই গ্রামের শেখ মুকুল আহমেদ বলেন, দোহারসহ নবাবগঞ্জের বিভিন্নস্থানে খোঁজ নিয়ে ছাই বৃষ্টির তথ্য নিশ্চিত হয়েছি। এটা হতে পারে মহান আল্লাহপাকের রহমত।

 

আপনি আরও পড়তে পারেন