দোহারে ১০ টাকা দরে চাল বিক্রি উদ্বোধন

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি

দোহার উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় পরিবারের জন্য মাসব্যাপী ওএমএসের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির শুভ উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়াম্যান মো.আলমগীর হোসেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার পৌরসভার মাঠ প্রাঙ্গনে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধনকালে দোহার উপজেলা পরিষদো চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় দোহার উপজেলায় ৮টি ইউনিয়নে ও একটি পৌরসভায় করোনার প্রভাবে নিম্ন আয়ের কর্মহীন মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। এ সময়ে সকলের উপস্থিতিতে সঠিকভাবে প্রতি জনকে ৫ কেজি করে চাল দেওয়া হয়। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার উপজেলার ৯টি স্পটে এই চাল বিক্রি করা হবে।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা,উপজেলা সহকারি কমিশনার(ভুমি)জ্যোতি বিকাশ চন্দ্র,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান,পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন,আলমাছ উদ্দিন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন