কেরানীগঞ্জে করোনা সনাক্তের সংখ্যা তিনশ ছাড়ালো


নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ:
১ মাস ৫ দিনের ব্যবধানে কেরানীগঞ্জে করোনা সনাক্তের সংখ্যা ৩ শ ছাড়িয়ে গেছে। রোববার আরো ১৩ জনের করোনা সনাক্ত হয়েছে। পাশাপাশি সুস্থ্য হয়েছেন ৯ জন। সবমিলিয়ে সনাক্ত হয়েছেন ৩০৭ জন, আর সুস্থ্য হয়েছেন ৩৫ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।
রোববার রাতে এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন।
নতুন আক্রান্তদের মধ্যে দুজন র‍্যাব সদস্য, কেরানীগঞ্জ সার্কেল অফিসের একজন পুলিশ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স রয়েছেন। জিনজিরা ইউনিয়নের আমিরাবাগে এক নারী (৩৩) ও এক পুরুষ (৪৩), মডেল টাউনে এক পুরুষ (৬৫), কসাইভিটা এলাকায় এক পুরুষ (৪৫), রছুলপুরে এক যুবক (৩২) রয়েছেন। এছাড়াও শুভাঢ্যার মীরেরবাগে ৩০ বছরের এক নারী ও শাক্তা ইউনিয়নে ৬৫ বছরের এক ব্যক্তি সনাক্ত হয়েছেন।

জানা যায়, গত ৫ এপ্রিল জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকায় প্রথম করোনা আক্রান্ত সনাক্ত হয়। এরপর থেকে প্রতিদিনই পাল্লা দিয়ে বেড়েছে করোনা সনাক্তের সংখ্যা। সাধারন মানুষের পাশাপাশি আক্রান্ত হয়েছেন ডাক্তার, র‍্যাব, পুলিশের একাধিক সদস্য। সব বয়সের শিশু, নারী ও পুরুষ সমানতালে আক্রান্ত হচ্ছেন। পাশপাশি সুস্থ্য হওয়ার সংখ্যাটাও ভারি হচ্ছে। রোববার একদিনে সুস্থ্য হওয়ার ছাড়পত্র পেয়েছেন ৯ জন। সবমিলিয়ে সুস্থ্য হয়েছেন ৩৫ জন। সুস্থ্য হওয়ার পথে রয়েছেন বেশিরভাগ আক্রান্ত। কেরানীগঞ্জে মোট আক্রান্তের ৩০ শতাংশই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
রোববার সর্বশেষ তথ্যানুযায়ী, র‍্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ৫৫ সদস্য, কেরানীগঞ্জ মডেল থানার ৩৮ সদস্য ও দক্ষিন কেরানীগঞ্জ থানার ৫ সদস্যের করোনা সনাক্ত হয়েছে। ইতিমধ্যে আক্রান্তদের কয়েকজন সুস্থ্য হয়েছেন। এছাড়াও আক্রান্তের তালিকায় তিনজন ডাক্তার, ৮ জন নার্সসহ অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন