করোনা প্রতিরোধে তৎপর নবাবগঞ্জ থানা পুলিশ ৯ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

 

ফিরোজ হোসেন,(ঢাকা):

করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতায় মাঠে কাজ করছেন ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ৷ নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই দিনরাত ডিউটিতে নিয়োজিত আছে পুলিশ সদস্যরা৷ এক জেলা উপজেলা থেকে অন্য জেলা উপজেলায় লোকজন যেন প্রবেশ না করতে পারে সেজন্য নবাবগঞ্জের ৯ টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে৷

এদিকে সোমবার সকালে নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকায় দোহার নবাবগঞ্জ সড়কে ব্যাড়িকেট দিয়ে জরুরী প্রয়োজনীয় পরিবহন ছাড়া সকল ধরনের গাড়ি প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে৷ মাঝিরকান্দা এলাকায় সড়কের তিনটি প্রবেশ পথে দায়িত্ব পালন করছে পুলিশ৷

এছাড়াও নবাবগঞ্জের খারশুর, তুলশিখালী, টিকরপু, গালিমপুর, বান্দুরা, জয়কৃষ্ণপুর বেড়ীবাঁধ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে৷ এমনকি মঙ্গলবার থেকে আরও কঠোর অবস্থানে দায়িত্ব পালন করবে পুলিশ৷ শুধু  তাই নয়, জনসচেতনতার লক্ষ্যে মাকিংসহ সতর্ক বার্তাও পৌঁছে দিচ্ছেন তারা৷

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সুজন বিশ্বাস  বলেন, করোনা থেকে জনগণকে সুস্থ রাখতে নবাবগঞ্জে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে৷ জরুরী প্রয়োজন  ছাড়া এক উপজেলার বাসিন্দা অন্য উপজেলায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তিনি আরও বলেন, আমাদের  ওসি স্যারের দিক নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতায় লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ঘরে থাকুন সুস্থ থাকুন এবং নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন৷ সরকারি নির্দেশনা মেনে চলুন৷

আপনি আরও পড়তে পারেন