বিপু ও শাহীন আহমেদের নির্দেশে ৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন জিলানী মিয়া

 

 নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ:

করোনা পরিস্থিতির কারনে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জিলানী মিয়া। তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি। বঙ্গবন্ধুর অাদর্শের সৈনিক জিলানী মিয়া দেশে প্রথম সাধারন ছুটি ঘোষনার পরপরই বাস্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজের ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার দুস্থ মানুষের ঘরে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দেন। এরপর এসব মানুষের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে ১২ হাজার মাস্ক ও সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন। পাশপাশি নগদ অর্থ দিয়েও অনেক মানুষকে তিনি সহায়তা করেন। ঈদ সামনে চলে আসায় এবার ‘ঈদ উপহার’ তিনি হাজির হয়েছেন গরিব মানুষের দুয়ারে। ঈদ উপহারের মাধ্যমে সোমবার পর্যন্ত বাস্তার প্রায় একহাজার পরিবারের হাতে তুলে দিয়েছেন চাল, চিনি, সেমাই দুধ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। আলহাজ্ব জিলানী মিয়ার এ কাজে সার্বক্ষণিক সহায়তা করছেন তারই পুত্র বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৃদয় হাসান। এবিষয়ে বাস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জিলানী মিয়া বলেন, আমরা একটা দুর্যোগময় সময় অতিক্রম করছি। এই সময়ে অনেকে কর্মহীন হয়েছেন। অসহায় দুস্থ মানুষের কষ্ট বেড়েছে। যার যার অবস্থান থেকে এসব মানুষের পাশে দাড়াতে কেরানীগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন আমাদের এমপি ও বিদ্যৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অাহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন অাহমেদ। সরকারের পাশাপাশি উনারা নিজেরাও কেরানীগঞ্জে প্রচুর ত্রান বিতরন করেছেন, করছেন। তাদের নির্দেশ ও পরামর্শমতে করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে উঠতে বাস্তার অসহায় মানুষের জন্য আমি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ৩ হাজার পরিবারের মাঝে ত্রান ও ঈদ উপহার তুলে দিয়েছি। অনেককে নগদ অর্থ দিয়েও সহায়তা করেছি। এছাড়াও ১২ হাজার মাস্ক ও সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছি। তিনি আরও বলেন, একাজে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উদার মনে এগিয়ে এসেছেন। সেচ্ছাসেবী হয়ে তারা খাদ্য সামগ্রী বিতরনে সহায়তা করেছেন। এভাবে সকলের সম্মেলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা করোনা যুদ্ধে জয়লাভ করবো। বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৃদয় হাসান বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্রলীগের প্রধান কাজ হচ্ছে মানুষের কল্যানে নিয়োজিত থাকা, অসহায়ের পাশে দাড়ানো। বিপদকালীন সময়ে সেই কাজ আরো বেশি করে করছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় বাস্তা ইউনিয়ন ছাত্রলীগ বিভিন্ন ধরনের সেবামুলক কার্যক্রমে নিজেদের নিয়োজিত রেখেছে। অসহায় দুস্থের তালিকা করা, ত্রান বিতরন, করোনার সচেতনতা সৃষ্টিতে গ্রামে গ্রামে লিফলেট বিরতন, মাইকিংসহ নানা কার্যক্রম আমরা চালাচ্ছি।

আপনি আরও পড়তে পারেন