বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫ এর খাদ্য সামগ্রী বিতরণ 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মজীবি মানুষ  কর্মহীন হয়ে পড়ে। দেখা দিয়েছে খাদ্য সংকট। এই দুর্দিনে সরকারি সহায়তা ছাড়াও বিত্তবানরাও অসহায় ও কর্মহীন পরিবারের খাদ্য সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছেন।
তারই ধারাবাহিকতায় ‘বন্ধুত্বের বন্ধন চিরদিন, আনন্দে কাটুক ঈদের দিন’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫ এর উদ্যোগে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মে শনিবার সকালে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ৬০টি পরিবারের মাঝে  ‘ঈদ উপহার’  হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারের জন্য ছিল চাল,পোলাওয়ের চাল, ডাল, চিনি, তেল ও সেমাই।
এসএসসি ব্যাচ ২০০৫ এর পক্ষ থেকে আলী খাঁন আবির বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। করোনা ভাইরাসের কারনে অনেক পরিবারে আজ ঈদের খুশি নেই। আমরা আমাদের সামর্থ্য দিয়ে কিছু পরিবারের মুখে হাসি ফুটাতে চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। যারা আমাদের এই কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করেছেন এবং পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন সকলকে ধন্যবাদ।

আপনি আরও পড়তে পারেন