দোহারে কিটনাশক পান করে ইলিয়াস নামের স্কুল ছাত্রের আত্মহত্যা

 ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কীটনাশক পান করে, পদ্মা নদীতে ঝাপ দিয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা যায় । ৩০ মে শনিবার সকাল ৯ টায় ঐ স্কুল ছাত্র আত্মহত্যা করে । আত্মহত্যাকারী ইলিয়াস খান চরকুশাই এলাকার ইয়ানূস খানের ছেলে এবং কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে এক বিষয়ে এসএসসি পরিক্ষার্থী হিসাবে পরিক্ষা দিয়ে ছিল বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা পাঞ্জাবি পরহিত ইলিয়াস খানকে স্কুলের আম গাছের নিচে দুই তিন পদের কীটনাশক ওষধ মিক্স করতে দেখতে পান। পরে এসব পান করেন বলে জানান এবং হটাৎ জ্বালা অনুভব করলে পদ্মা নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করার শেষ চেষ্টা করে। এ সময় নদিতে পানি নিতে আসা মহিলারা দেখে চেচামেচি করে লোকজন জড়ো করে তারপর এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় (বিভিন্ন আলামত সহ) দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত ডাঃ দেখে তাকে মৃত্যু ঘোষনা করেন। আত্মহত্যার কারন এখন ও জানা যায়নী । এবিষয়ে চরমাহমুদ পুর ফাঁড়ীর ইনচার্জ এসআই শাহা আলম বলেন আমরা সুরতহাল করার সময় তার মুখ দিয়ে কেমিক্যাল এর গন্ধ বুজতে পেরে সঠিক উদঘাটন করার জন্য ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সত্য ঘটনা জানা যাবে।

আপনি আরও পড়তে পারেন