কিশোরগঞ্জে একসঙ্গে ৪ কন্যা শিশুর জন্ম

কিশোরগঞ্জের ভৈরবে শারমিন বেগম নামে এক নারী একটি বেসরকারি হাসপাতালে এক সঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ ৪টি শিশুর জন্ম দেন শারমিন। গাইনি ও সার্জন চিকিৎসক ইসরাত জাহান এ সফল অস্ত্রোপচার করেন। এই চার কন্যাই দম্পতির প্রথম সন্তান।

তবে সন্তান জন্মের পর মা ও তিন সন্তান সুস্থ থাকলেও সকালে ৪ সদ্যজাতর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

শাফিন জানান, বছর পাঁচেক আগে আমাদের বিয়ে হয়। অনেকদিন চেষ্টার পর আমার স্ত্রী গর্ভবতী হয়েছেন। তবে একসঙ্গে চার মেয়েসন্তান হবে ভাবতে পারেনি। স্ত্রী ও কন্যাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শাফিন।

গাইনি ও সার্জন চিকিৎসক ইসরাত জাহান বলেন, অপারেশনের পর মা ও চার সন্তান সুস্থ আছে। তবে শিশুগুলোর ওজন কম থাকায় আজ সকালে একটি মারা গেছে।

 

আপনি আরও পড়তে পারেন