দোহারে ৮ জেলেকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
মা ইলিশ রক্ষায় অভিযানে ঢাকা দোহারের ৮ জেলেকে আটক ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ বিকাশ চন্দ্রের নেতৃত্বে, নৌ-পুলিশের সহযোগীতায় নিষেধাজ্ঞা অমান্যকরে মাছ শিকার করায় ৮ জেলেকে আটক ও ২০ হাজার মিঃ কারেন্টজাল জব্দ করে। পরে মৎসরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এ ৮ জেলেকে চল্লিশ হাজার টাকা দন্ড ও জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। জ্যোতি জানায়, মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

 

আপনি আরও পড়তে পারেন