গুগল ম্যাপের নতুন ফিচার ‘বিজিনেস’

এখন থেকে দোকান, শপিংমলের মতো প্রয়োজনীয় গন্তব্যে রওনা হওয়ার আগেই জানা যাবে সেখানে কত মানুষ আছেন। চলমান করোনাভাইরাসের সময় মানুষকে আরেকটু নিরাপদ রাখতে নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল।

এই ফাংশনটি মূলত এখনো গুগল ম্যাপে যোগ হয়নি। আপডেট আসলে গন্তব্যস্থল সার্চ করলেই নানা ধরনের নোটিফিকেশন পাবেন এর ব্যবহারকারীরা।

আপনি যদি কোনো দোকানে যেতে চান, তার আগে সেখানকার অবস্থা জানতে ওই স্থান সার্চ করতে হবে। এরপর ‘বিজিনেস’ ফিচার শো করবে ম্যাপে। এ জন্য নির্দিষ্ট করে জনাকীর্ণ স্থান সার্চের মাধ্যমে বের করার প্রয়োজন নেই। নোটিফিকেশনগুলো এমন হতে পারে, ‘Not busy,’ ‘Busier than usual,’ অথবা ‘As busy as it gets.’

আগামি কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার চালু হবে।

গুগল তাদের ম্যাপে আরও কয়েকটি নতুন ফিচার যোগ করেছে। আশপাশের হোটেল ও রেস্টুরেন্টের সার্চ পদ্ধতি এখন বেশ সহজ করা হয়েছে। এখন ম্যাপ ওপেন করলেই টেকআউট, ডেলিভারি, গ্যাস ও গ্রোসারিজ অপশনসহ অতিরিক্ত ক্যাটাগরি থেকে ২৫টি সেবার তথ্য পাওয়া যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন