আশুলিয়ায় তিন ফার্মেসিকে জরিমানা

আশুলিয়ায় তিন ফার্মেসিকে জরিমানা

আশুলিয়ায় ৩টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) র‌্যাব-৪ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এই জরিমানা করেন। র‌্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, র‌্যাব দিনব্যাপী আশুলিয়ার ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করে।

জিয়াউর রহমান বলেন, ঢাকার আশুলিয়ায় থানা এলাকায় ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়া ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রির দায়ে তিন ফার্মেসিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে রানা মেডিসিন কর্নারের মালিক রানা মিয়া (৪০)-কে দুই লাখ ৫০ হাজার টাকা, এম আর মেডিসিন পয়েন্টের মালিক মো. মিজানুর রহমান (৩৫)-কে ৫০ হাজার টাকা ও মো. মমিনুল ইসলাম (২৬)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে তিন ফার্মেসি থেকে উদ্ধার করা নিষিদ্ধ ওষুধ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন