মার্কিন নির্বাচনের ফলের অপেক্ষায় বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। সব অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হলে ফলাফলের অপেক্ষা শুরু। বিশ্বের বিভিন্ন দেশের নজর এখন এ নির্বাচনের দিকে।

নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, কে বিজয়ী হয়েছেন, সেটা জানতে কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

 

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি আমেরিকান ডাকযোগে ভোট দিয়েছে। ফলে সব ভোট গণনা শেষ হতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত নির্বাচনের দিন রাতেই ফলাফল সম্পর্কে আভাস পাওয়া যায়। অর্থাৎ এ বছর ৩ নভেম্বর (মঙ্গলবার) রাতে নির্বাচনী ফলাফল আসতে শুরু করে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আলাদা আলাদা সময়ে ভোট শেষ হবে। নির্বাচনের রাতে সব ভোট গণনা কখনই শেষ হয় না। তবে, কে বিজয়ী হতে যাচ্ছেন, সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

ডাকযোগে পাওয়া ভোট গণনা করতে সাধারণত বেশি সময় লাগে। কারণ সেগুলোর সই, ঠিকানাসহ নানা যাচাই-বাছাই করতে অনেকগুলো ধাপ পার হয়ে যেতে হয়। ফ্লোরিডা এবং ওহাইয়োর মতো কয়েকটি রাজ্য এসব প্রক্রিয়া নির্বাচনের সপ্তাহখানেক আগে থেকে শুরু করে, যাতে ভোটগুলো গণনার কাজ শেষ হয়ে যায়।

এসব রাজ্যে নির্বাচনের রাতেই বিজয়ীর নাম ঘোষণা করা সম্ভব হতে পারে, যদিও সেটা নির্ভর করে প্রতিদ্বন্দ্বিতা কতটা জোরালো হয়, তার ওপরে।

Sony Showroom Bangladesh

আপনি আরও পড়তে পারেন