‘সাকিবের আশায় বসে ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো’

নিষেধাজ্ঞায় থাকার পরেও, আইপিএল, বিগব্যাশ কিংবা সিপিএলের মতো বড় আসরের দলগুলো মুখিয়ে ছিল সাকিব আল হাসানকে দলে ভেড়াতে। করোনা মহামারির কারণে যদি, সাকিবের শাস্তির মেয়াদ কমায় আইসিসি। এই আশায় সাকিবকে দলে পেতে নিয়মিত খোঁজ খবর নিয়েছে ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজিগুলো। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন সাকিবের আন্তর্জাতিক এজেন্ট রুদ্রদ্বীপ ব্যানার্জি। দেশের ক্রিকেট সমর্থকদের মতো তারও বিশ্বাস, সাকিবের এবারের প্রত্যাবর্তনটা হবে স্মরণীয়।

সাকিব নিষিদ্ধ হওয়ার কয়েক মাস পর সারা বিশ্বে করোনার প্রকোপ চলতে থাকে। পৃথিবীজুড়ে অর্থনীতির চাকা থমকে যায়। সব ধরনের খেলাধুলা স্থগিত হয়ে পড়ে। পরে কঠিন বাস্তবতা মেনে ধীরে ধীরে সব দেশগুলো মাঠমুখী হতে থাকে। তেমনি ক্রিকেটের আলোচিত ফ্র্যাঞ্জাইজি লিগ আইপিএল করোনার প্রভাবে এপ্রিলের বদলে পিছিয়ে যায় সেপ্টেম্বরে। আকর্ষণীয় এই আসরের সাকিবকে পেতে মরিয়া হয়ে উঠে আইপিএলের বেশ কয়েকটি দল।

শুধু তাই না। করোনা মহামারির কারণে সাকিবের নিষেধাজ্ঞা যদি মওকুফ করে আইসিসি, এই আশায় অস্ট্রেলিয়ার বিগব্যাশ ও ক্যারিবিয়ান লিগ সিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়মিত খোঁজ রাখে সাকিবের আন্তর্জাতিক এই এজেন্টের সঙ্গে।

ক্রিকেট বিশ্বে সাকিব সবার চেয়ে আলাদা। ওয়ানডে র‌্যাংকিংয়ের মসনদে রাজারে বেশে ফিরে পাওয়ায়। তা আবারও প্রমাণ হয়েছে। তাই পেশাদারি কাজে মাঠের সাকিবকে মাঠের বাইরে খুব কাছ থেকে দেখা রুদ্রদ্বীপের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে আরও ভিন্নভাবে মেলে ধরবেন নম্বর সেভেন্টি ফাইভ।

সবকিছু ঠিক থাকলে এ মাসে ঘরোয়া আর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যানভাসে প্রত্যাবর্তন হবে সাকিব আল হাসানের।

আপনি আরও পড়তে পারেন