মিয়ানমারের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ

মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এবারের নির্বাচনেও বিতর্কিত নেত্রী অং সান সুচির দল জয় পাবে বলে ধারণ করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার (০৮ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনে অংশ নেয় ৯০টি মতো দল। করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব পালনসহ বেশ কিছু নির্দেশনা দেয় দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (০৮ নভেম্বর) সকাল থেকেই নির্বাচনের ফল ঘোষণা শুরু হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

আপনি আরও পড়তে পারেন