মৌলভীবাজার জেলায় ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার (২য় পর্যায়ের) পাইলটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত!

মৌলভীবাজার জেলায় ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার (২য় পর্যায়ের) পাইলটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত!
জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি ব্যবস্থাপনা সহজীকরণের উদ্দেশ্যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।  এ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল সারাদিন ব্যাপী মৌলভীবাজার জেলায় ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার (২য় পর্যায়ের) পাইলটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা), মৌলভীবাজার জনাব মল্লিকা দে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন মৌলভীবাজার জেলার সহকারী কমিশনার(ভূমি)গণ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ প্রদান করেন সফটবিডি হ্যাভেন সফটওয়্যার কোম্পানির দুইজন ট্রেইনার।

আপনি আরও পড়তে পারেন