খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবার সীম কার্ড সচল

খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবার সীম কার্ড সচল

 

খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবার সীম কার্ড সচল
সাব্বির ফকির, খুলনা থেকে:
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা মহামারী পরিস্থিতিতে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার সুবিধার লক্ষ্যে গ্রামীণফোনের সাথে স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানে স্বাক্ষরিত এমওইউ এর প্রেক্ষিতে আজ (১২ নভেম্বর) থেকে সীম সচল হয়েছে।

স্পেশাল এডুকেশন ডাটা প্যাকেজের এই সীম কার্ডটি যে সকল শিক্ষার্থী গ্রহণ করেছেন তাঁরা আজ থেকেই এই সুবিধা পাবেন। ৩০ জিবি ডাটার প্যাকেজটি নেওয়ার জন্য ২১০/- টাকা রিচার্জ করলে ঐদিন রাত ১২.০০ টা থেকেই প্যাকেজটি চালু হবে। এই প্যাকেজের আওত্তায় শিক্ষার্থীবৃন্দ Zoom, Teams, Skype, Google Meet, Youtube, WhatsApp, Facebook, ku.ac.bd Google search File storage services like Google Drive, Drop Box, One Drive Email: Gmail, Yahoo, Hotmail, ku.ac.bd ব্যবহার করতে পারবে। রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন