ত্যাগীদের মূল্যায়ন না করায় বিএনপির ১৩ নেতার পদত্যাগ

ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার প্রতিবাদে ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ১৩ নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তারা ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিনের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে পরশুরাম উপজেলা ও পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের সাত দিনের মাথায় এ ঘটনা ঘটলো।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, উপজেলা ও পৌর কমিটিতে নির্যাতিত, ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন না করে যারা ঢাকা ও চট্টগ্রামে বসবাস করেন, তাদের দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে তারা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন।

উপজেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগকারীরা হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী, উপজেলা বিএনপির আরেক সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল করিম চৌধুরী, সাবেক সহসভাপতি তাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক করিমুল হক ও বাহার উদ্দিন সফদার, ওয়াসিমুল শাহাদাত, তাজুল ইসলাম ও কবির আহাম্মদ। পরশুরাম পৌর বিএনপি থেকে যারা পদত্যাগ করেছেন, তারা হলেন সিরাজুল হক, নাছির উদ্দিন ও মিজানুর রহমান চৌধুরী।

পরশুরামে উপজেলা ও পৌর বিএনপির ১৩ নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন জানান, মূলত রাগ-ক্ষোভ থেকে তারা এটা করেছেন। ইতোমধ্যে দুজন তাদের পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন। অন্যদের সঙ্গেও আলাপ-আলোচনা চলছে।

আপনি আরও পড়তে পারেন