দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ঢাকার দোহার উপজেলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার সমপরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে বলে জানান ভুক্তভোগী পরিবার।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম সুতারপাড়া গ্রামের নাগর মোল্লার ছেলে ফরহাদ মোল্লার বসত বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ মোল্লা একজন দরিদ্র লোক। মূলত তিনি “দিন আনে দিন খায়”। বসত ভিটা আর বসত ঘরই তার সম্বল ছিল। ঘরের সকল আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন তিনি অসহায় হয়ে পরেছেন।
এবিষয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুল হক জানান, রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার সকাল পৌনে আট’টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দোহার ফায়ার সার্ভিসের দুইটি গাড়িসহ দুটি দল প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে রান্না ঘরসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার সমপরিমাণ মালামাল পুড়ে গেছে।

আপনি আরও পড়তে পারেন