সুচির দলের জয়

সুচির দলের জয়

মিয়ানমারের নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কর্তৃপক্ষ বলছে, ভোটগণনা চলছে এখনও। কিন্তু এরইমধ্যে জয় কার নিশ্চিত হয়ে গেছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৩৪৬টি আসনে জয় পেয়েছে। যেখানে দেশটির পার্লামেন্টে ৩২২টি আসনের বেশি পেলেই সরকার গঠনের পথ খুলে যায়।

বিবিসি বলছে, অং সান সুচির নেতৃত্বাধীন দলটি প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জয় দাবি করার কয়েক দিন পরই ৩৪৬ আসনে জয় এ ফলাফল এসেছে। ক্ষমতাসীন দলটির পরবর্তী সরকার গঠনের পর্যাপ্ত আসন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু সামরিক সমর্থিত বিরোধীরা পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এনএলডির মুখপাত্র মন্যুয়া অং শিন বলেছেন, এ নিরঙ্কুশ জয় দলের পক্ষে জনগণের বিপুল সমর্থনের অংশ। কিন্তু তিনি এও যোগ করেন, শুধু এ অর্জনেই থেমে থাকলে হবে না, জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনে কাজ করতে হবে।

এছাড়া দলটি এরইমধ্যে ঘোষণা করেছে, জাতিগত সংখ্যালঘু দলগুলোকে একসঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হবে। যদিও দলটি যখন দীর্ঘ সামরিক শাসনামলের পর প্রথম ২০১৫ সালে জয়ী হয়েছিল, তখন এ প্রস্তাব ছিল না। তবে এবার বিশ্লেষকরাও বলছেন, সুচির দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় কিছু পরিবর্তন দেখা যেতে পারে।

এনএলডির জয়ে অভিনন্দন জানানোও শুরু হয়ে গেছে। বিবিসি বলছে, ইতোমধ্যে ভারত, জাপান ও সিঙ্গাপুর অং সান সুচির এনএলডিকে অভিনন্দন জানিয়েছে। যদিও রোহিঙ্গ সংকটের কারণে অং সান সুচি বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে।

প্রায় ৫০ বছরের সামরিক শাসনের অবসানের পর গণতান্ত্রিক যাত্রায় এটি মিয়ানমারের দ্বিতীয় সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় তিন কোটি ৭০ লাখ। তবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে রাখাইন, শান ও কাচিন রাজ্যের রোহিঙ্গাসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ২৬ লাখ মানুষকে। এর আগে ২০১৫ সালে স্টেট কাউন্সেলর অং সান সু চির দলটি বিপুল ভোটে ক্ষমতায় আসে।

আপনি আরও পড়তে পারেন