নেত্রকোণার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন কাজি মো. আবদুর রহমান।

নেত্রকোণার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন কাজি মো. আবদুর রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কলমাকান্দা  থানার ওসি এটিএম মাহমুদুল হক, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, প্রেসক্লাব সেক্রেটারি ফখরুল আলম খসরু, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

মতাবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে “মা” সমাবেশ ও “আলোর ভুবন” এর শুভ উদ্বোধন করেন।

পরে বিকেলে তিনি উপজেলার লেংগুরা ইউনিয়নে সীমান্ত এলাকা ফুলবাড়িয়ায় অবস্থিত সাত শহীদ সমাধিস্থলে কবর জিয়ারত করেন। পরে সমাধিস্থলের সন্নিকটে গণেশ্বরী নদী সংলগ্ন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে সেমি পাকা ঘর নির্মান কাজের উদ্বোধন করেন।

আপনি আরও পড়তে পারেন