বড়াইগ্রামে প্রতিবন্ধীর মা কে সেলাই মেশিন দিলো প্রতিবন্ধী সংগঠণ আমরা করবো জয় একদিন

বড়াইগ্রামে প্রতিবন্ধীর মা কে সেলাই মেশিন দিলো প্রতিবন্ধী সংগঠণ আমরা করবো জয় একদিন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ

অনলাইন ভিত্তিক প্রতিবন্ধী সংগঠণ আমরা করবো জয় একদিনের উ˜েদ্যাগে নাটোর বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর গ্রামে শুক্রবার দুপুরে প্রতিবন্ধী হাবিবুল্লাহ (০৭) এর মা আসমা বেগম কে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।


প্রতিবন্ধী হাবিবুল্লাহ উপজেলার গোপাল পুর গ্রামের ভ্যান চালক মোরশেদ খাঁন এর ছেলে।
এসময় সংগঠণের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি মু, অহিদুল হক, যুগ্ন সম্পাদক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মাদ আলী গাজী, কোষাধ্যক্ষ ভোরের ডাক প্রতিনিধি আসাদুল ইসলাম আসমত উপস্থিত ছিলেন।


সংগঠণের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন জানান ফেসবুক পেজ সাহায্যের হাত এর অর্থায়নে জন্ম প্রতিবন্ধী হাবিবুল্লাহর মা কে সেলাই মেশিন দেওয়া হয়।
সেলাই মেশিন পেয়ে হাবিবুল্লাহর মা আসমা বেগম বলেন, আমার অভাবী সংসারের একটা আয়ের উৎস্য হলো আমি অনেক খুশি এবং প্রতিবন্ধী সাইফুল সহ সংগঠণের সবার জন্য দোওয়া করেন।

আসাদুল ইসলাম আসমত
বড়াইগ্রাম, নাটোর

আপনি আরও পড়তে পারেন