আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৩০

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৩০

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দেশটির গজনি প্রদেশের গজনি শহরে এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যে স্থানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে নিয়মিত লড়াই হয়। তবে এমন সময় এই হামলার খবর এলো, যখন প্রায় দুই দশক ধরে লড়াই অবসানের জন্য সরকারি বাহিনী ও তালেবান শান্তিচুক্তিতে পৌঁছার চেষ্টা করছে।

কর্মকর্তারা বলছেন, এই বিস্ফোরণ যেরকম শক্তিশালী ছিল, তাতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেছেন, ‘হাসপাতালে ৩০টি মৃতদেহ ও ২৪ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। এরা সবাই নিরপত্তা বাহিনীর সদস্য।

তিনি বলেন, এ ঘটনায় হতাহত সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।

এই হামলার জন্য টার্গেট করা হয়েছিল আফগান নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনা। বিস্ফোরণে আশে-পাশের অনেক বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তারিক আরিয়ান নিশ্চিত করেছেন যে গজনিতে একটি গাড়ি বোমা হামলা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু এবং হতাহতের সংখ্যার বিস্তারিত তিনি জানাননি। বিবিসি

গজনি সরকারের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা বলেন, ‘বোমা হামলাকারী একটি হামভি গাড়ি সেনাঘাঁটির ভেতরে ডানপাশ দিয়ে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়।’ এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

গত কয়েকমাসে আফগানিস্তানে বেশ কিছু বড় বড় হামলা হয়েছে। কাতারের রাজধানী দোহায় আফগান সরকার এবং তালেবানের মধ্যে এক শান্তি আলোচনার মধ্যেই এসব হামলা চালানো হয়।

আপনি আরও পড়তে পারেন