মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁও সরকারি কলেজের ছাত্র মোঃ ফাহিম(২৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের স্থানীয় বখাটে ১) নীরব(২২), ২) মামুন (২৬) সহ আরো ৬/৭ জন অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়েছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে ছিনতাইকারী সেজে এলোপাথারিভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে ফাহিমকে। ২৮ নভেম্বর (শনিবার) বিকাল ৫টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালুর মাঠে এ ঘটনা ঘটে।
এ সময় ফাহিমের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুত্বর আহত ফাহিমকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মোঃ ফাহিম উপজেলার পিরোজপুর ইউনিয়নের চান্দেরচক গ্রামের মনির হোসেনের ছেলে।
পাবিরারিক সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে উপজেলার পিরোজপুর ই্উনিয়নের চান্দেরচক বালুর মাঠে ঘুড়ি খেলাকে কেন্দ্র করে গ্রামের কিছু বখাটেদের সাথে ঝগরা হয়
এরই জের ধরে ২৮ নভেম্বর (শনিবার) বিকাল ৫টার দিকে ১) নীরব(২২), ২) মামুন (২৬) সহ আরো ৬/৭ জন অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে ছিনতাইকারী সেজে সোনারগাঁও সরকারি কলেজের ছাত্র ফাহিমের উপর আতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র ফাহিম মারাত্বক ভাবে রক্তাক্ত জখম হয়। শুধু পিটিয়েই শান্ত খান্ত হয়নি তাকে হত্যার উদ্দেশ্যে এলাপাথারিভাবে পিটিয়ে তার মুখ জলসে দেওয়ারও চেষ্টা করে। এ সময় ফাহিমের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুত্বর আহত ফাহিমকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হামলার শিকার কলেজ ফাহিমের মামা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সজিব বলেন, আমার বাঘিনা ফাহিম শান্ত প্রকৃতির। সে কারো সাথে ঝগরা বিবাদ করে না। তাকে পরিকল্পিত ভাবে পিরোজপুর গ্রামের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমার বাঘিনাকে যারা বিনা কারনে হামলা চালিয়েছে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, কলেজ ছাত্র হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মাসুদ রানা