এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ইংল্যান্ডের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ইংল্যান্ডের

দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করলো ইংল্যান্ড। রোববার (২৯ নভেম্বর) পার্লে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে তারা। মালানের ফিফটির পর অধিনায়ক মরগ্যানের অপরাজিত ২৬ রানে এক বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছায় তারা।

ম্যাচে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৩৩ রান জমা করেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। এরপর ১৫ রানের মধ্যে দুই ওপেনারই ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। ডি কক দলের পক্ষে সর্বোচ্চ ৩০ ও বাভুমা করেন ১৩ রান।

এদিন প্রোটিয়াদের পক্ষে কেউই বড় স্কোর গড়তে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে জর্জ লিন্ডের ব্যাট থেকে। এছাড়া ফন ডার ডুসেন ২৫ রানে অপরাজিত থাকেন। রেজা হ্যান্ড্রিকসের ব্যাট থেকে আসে ১৬ রান। ২০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৪৬ রান।

জবাব দিতে নেমে বিপদে পড়েছিল ইংল্যান্ডও। ৮৩ রানের মধ্যে শীর্ষ ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা, সবে তখন ১৩ ওভার পেরিয়েছে। তবে ডেভিড মালান দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন দায়িত্বশীল ব্যাটিংয়ে। দলীয় ১৩৪ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি।

ইংলিশদের জয় তখন অনেকটাই নাগালে চলে এসেছে। ৪০ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় মালান করেন ৫৫ রান। বাকি কাজটা সেরেছেন অধিনায়ক ইয়ন মরগ্যান। ১৭ বলে ৩ চার আর ১ ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন তিনি।

প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাবরেজ শামসি। ১৯ রানে ৩টি উইকেট নেন এই স্পিনার। ২ উইকেট শিকার লুঙ্গি এনগিদির।

সিরিজের শেষ ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১ ডিসেম্বর)।

আপনি আরও পড়তে পারেন