আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে অবৈধ দুই বালু ব্যবসায়ীর কারাদন্ড

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে অবৈধ দুই বালু ব্যবসায়ীর কারাদন্ড

আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি)

বগুড়ার আদমদীঘি উপজেলার নাগর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই বালু ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কুন্দুগ্রাম এলাকার নাগর নদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন অবৈধ বালু ব্যবসায়ী উপজেলার কুন্দুগ্রামের আজাহার আলীকে ৭দিন এবং একই উপজেলার বাগিচাপাড়া গ্রামের আমিনুল ইসলামকে ৩দিনের কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন বলেন, এই চক্রটি দীর্ঘ দিন ধরে নাগর নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, সাজা প্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে । 

আপনি আরও পড়তে পারেন