ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের এক প্রতারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের এক প্রতারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ার হেতালবুনিয়া গ্রামের মোঃ জসিম উদ্দীন খানের বিরুদ্ধে এন.টি.আর.সি ভূয়া সনদ বিক্রি ও চাকুরীর প্রলভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা কাঠালিয়া প্রেস ক্লাবে আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তাব্য পাঠ করেন সাবেক ইউপি সদস্য পান্না মিয়া হাওলাদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম সজিব।এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী,  ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর-রশিদ। সজিব লিখিত বক্তব্যে অভিযোগ করেন জসিম খান এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে এন.টি.আর.সি. ভূয়া সনদ ও বিভিন্ন চাকুরীর কথা বলে  এলাকার অনেক লোকের কাছ থেকে টাকা নিয়ে ঢাকার নারায়নগঞ্জে অবস্থান করছে।

ফোন করলে তা রিসিভ করেন না এবং টাকাও ফেরত দিচ্ছেন না। তার এই প্রতারনার প্রতিবাদ করায় অতি সম্প্রতি কাঠালিয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পান্না মিয়া হাওলাদারের উপর জসিম তার বাহীনি দিয়ে হামলা চালায়। এতে গুরুত্বর আহত পান্না আমুয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এলাকাবাসি এই প্রতারককে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি এবং ক্ষতিগ্রস্থদের টাকা ফেরৎ দেওয়ার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি।

আপনি আরও পড়তে পারেন