বছর শেষে তাহসান-টিনার চমক

বছর শেষে তাহসান-টিনার চমক

বছর শেষে দর্শক-শ্রোতাদের জন্য চমক নিয়ে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান ও টিনা রাসেল। এবারই প্রথম একসঙ্গে স্টেজে গাইবেন তারা। ‌‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরের মূল মঞ্চে গাইবেন এ দুই শিল্পী। ১০ ডিসেম্বর রাতে জমকালো আয়োজনে বসবে এবারের আসর।

জানতে চাইলে টিনা রাসেল বলেন, ‘আগে অনেকবার আমাদের একসঙ্গে শো করার কথা হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। মাঝের একটা বছর তো মহামারিতেই কেটে গেল। ফলে প্রিয় শিল্পী তাহসান ভাইয়ের সঙ্গে মঞ্চ শেয়ারের বিষয়টি এবার হচ্ছে।’

টিনা রাসেল আরও জানান, মঞ্চে উঠে ‘শেষ দিন’ গানটি গাইবেন তারা। একটু ভিন্ন আদলে গানটি করার প্রস্তুতি চলছে। চমক থাকবে কোরিওগ্রাফিতেও।

‘শেষ দিন’ গানটি প্রকাশ হয়েছিল সিডি চয়েসের ব্যানারে। গত বছর ভালোবাসা দিবসে প্রকাশিত এ গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। তাহসানের সুরে সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর যৌথভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও টিনা।

আপনি আরও পড়তে পারেন