পিরোজপুরে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুরে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা

জালিস মাহমুদ,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

১৯৯০ সালের ৬ই ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী উপ রাষ্ট্রপতির কাছে রক্তপাতহীন ও শান্তি পূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেন। বাংলাদেশ জাতীয় পার্টি ৬ই ডিসেম্বর কে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে। 

০৬ ডিসেম্বর (রবিবার)  পিরোজপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে ‘ সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে পিরোজপুর জেলা  জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ তৌহিদ শেখ এর সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ মোতালেব হোসেন তোতার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মোঃ বশির আহমদ। প্রধান বক্তা উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ তৌনিক উল-হক।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি  মাওলানা মুহাম্মাদ মহিউদ্দীন জিহাদী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মোতালেব হোসেন চান, জাতীয় পার্টি জেলা কমিটির সদস্য এডভোকেট এম এ হান্নান, জেলা জাতীয় পার্টির সদস্য খান মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান পাপেল,সদর উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ আবুল কালাম সিকদার,পৌর যুব সংহতি আহবায়ক কাজী আবিদুর রহমান, পৌর যুব সংহতি সদস্য সচিব মোঃ বাদশা চৌধুরী, জাতীয় তরুন পার্টি জেলা আহ্বায়ক মোঃ রাজ্জাক হাওলাদার, জাতীয় পার্টি জেলা কমিটির সদস্য শহীদুল ইসলাম শহিদ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন