হাকিমপুরে ৬শ ৩০ জন ভাতা ভোগীকে ভিজিএফ কার্ডের জন্য বাছাই

হাকিমপুরে ৬শ ৩০ জন ভাতা ভোগীকে ভিজিএফ কার্ডের জন্য বাছাই

হিলি  স্থলবন্দরপ্রতিনিধি:


দিনাজপুরের হাকিমপুর উপজেলায় উম্মুক্ত পদ্ধতিতে নতুন ভাতাভোগাীদের মাঝে ভিজিএফ কার্ড দেওয়ার লক্ষ্যে বাছাই কাজ সম্পূর্ণ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খট্টামাধাবপাড়া ইউনিয়নের উম্মুক্ত পদ্ধতিতে ৬শ ৩০ জন ভাতা ভোগীকে বাছাই করেন হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুরে এ আলম।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর,খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মন্ডল।

খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান,বাছাই কৃত ৬শ ৩০ জনকে ২০২১ সাল থেকে ভিজিএফের চাল বিতরণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন