বশেমুরবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা

বশেমুরবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা

 
মোঃবাবর আলী, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃআগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর  রহমান  বিজ্ঞান  ও  প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল বুধবার   বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার   মো. আব্দুর রউফ ও  উপ-রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী স্বাক্ষরিত  এক  বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট  সকলের অবগতির জন্য জানানো  যাচ্ছে যে, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস  ২০২০ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সকল কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে  অংশ গ্রহণের জন্য  অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক , কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীকে বিশেষভাবে  অনুরোধ  করা  যাচ্ছে। 
 শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিঃ
১. সকাল ৯ টায় উপজেলা প্রাঙ্গন জয় বাংলা  পুকুর পাড়ে শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন। ২.সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ৩. সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের  একাডেমিক ৫০২ নম্বর  ভবনে আলোচনা  সভা( আলোচনা সভায় মূল  প্রবন্ধ উপস্থাপন করবেন ড.রাজিউর রহমান, প্রক্টর বশেমুরবিপ্রবি) ৪.বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে  বাদ যোহর দোয়া মাহফিল। ৫.বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সন্ধ্যায়  বিশেষ  প্রার্থনা। মহান বিজয় দিবসের কর্মসূচিঃ
১.১৫ ও ১৬ ডিসেম্বর  রাতে আলোকসজ্জা (২দিন)২.১৬ ডিসেম্বর  রাত ১২.০১ টায়(১৫ ডিসেম্বর দিবাগত  রাত)  বঙ্গবন্ধুর  সমাধিতে   শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ৩.১৬ ডিসেম্বর  সকাল ৯ টায় শহরে  শেখ  কামাল স্টেডিয়াম সংলগ্ন  শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন৪.সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয় শহীদ  মিনারে শ্রদ্ধাঞ্জলি  নিবেদন। ৫. সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের  একাডেমিক ৫০২ নম্বর  ভবনে আলোচনা  সভা( আলোচনা সভায় মূল  প্রবন্ধ উপস্থাপন করবেন ড.রাজিউর রহমান, প্রক্টর বশেমুরবিপ্রবি) 

বাসের সময়সূচিঃ★১৪/১২/২০২০ সকাল ৮.৪৫ টায় পুলিশ  লাইন ও ক্যাম্পাস থেকে জয় বাংলা পুকুর পাড়ের উদ্দেশ্যে  বাস ছেড়ে আসবে।
★১৫/১২/২০২০ রাত ১১ টায় পুলিশ  লাইন  থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে  বাস ছেড়ে আসবে।  শেখ কামাল স্টেডিয়ামের স্মৃতিস্তম্ভেের
★মাইক্রোবাসটি বিশেষ   আনুষঙ্গিক কাজের জন্য ব্যবহৃত হবে।

আপনি আরও পড়তে পারেন