টাঙ্গাইলে বিএনসিসির করোনা ও ডেঙ্গু প্রতিরোধক সামগ্রী বিরতণ

টাঙ্গাইলে বিএনসিসির করোনা ও ডেঙ্গু প্রতিরোধক সামগ্রী বিরতণ

টাঙ্গাইল প্রতিনিধি


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট ৩।

বিজয়ের মাসে জন সাধারণের কাছে করোনা মহামারী, ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। তারই ধারাবাহিতায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও কোভিড- ১৯ সংক্রমন রোধে সচেতনতামূলক মানববন্ধন, র্যালি, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সুস্থদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ। আলোচনায় অংশ নেন প্রধান অতিথি সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ আব্দুলের রমনা রেজিমেন্টের এডজুটেন্ট মেজর সৌমেন কান্তি বড়ুয়া, ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।


অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের ১২০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশ নেন।


জুয়েল হিমু

আপনি আরও পড়তে পারেন