“হৃদয়ের স্পন্দন নিয়ামতপুর ” ফেসবুক গ্রুপ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

"হৃদয়ের স্পন্দন নিয়ামতপুর " ফেসবুক গ্রুপ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে “হৃদয়ের স্পন্দন নিয়ামতপুর” ফেসবুক গ্রুপ অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। গত বুধবার ১৬ ডিসেম্বর চাইনিজ রেষ্টুরেন্ট আরএফসির তৃতীয় তলায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“হৃদয়ের স্পন্দন নিয়ামতপুর” এর সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “হৃদয়ের স্পন্দন নিয়ামতপুর ফেসবুক গ্রুপের এডমিন   মোঃ রেদওয়ান হক (এডমিন), মোঃ মনিরুজ্জামান মনির (এডমিন) , মোঃ শাহিন আলম (এডমিন) , মোঃ তারিকুল ইসলাম (এডমিন), মোসাঃ আসমা খাতুন (এডমিন), মোঃ তুহিন হোসেন (মডারেটর), মোসাঃ রুমি খাতুন (মডারেটর), মোসাঃ মেহজাবিন তামান্না (মডারেটর), মোসাঃ মিথিলা খাতুন (মডারেটর) মোঃ রাইহান ইসলাম(মডারেটর),  মোঃ কামরান হোসেন (মডারেটর),  মোঃ মোফাজ্জল হোসেন (মডারেটর),  মোঃ হৃদয় হোসেন (মডারেটর),  মোসাঃ ইসিতা খাতুন (মডারেটর), মোঃ শরিফুল ইসলাম  সজিব (মডারেটর)।


গ্রুপটিতে এডমিন ও মডেরেটর এর বাহিরে কয়েকজন  অসহায়দের শীত বস্ত্র কিনার জন্য সহযোগিতা পাঠিয়েছেন।
গ্রুপটির এডমিন প্যানেল এর একজন শিক্ষক বাকি সবাই ছাত্র ছাত্রী তাদের জমানো কিছু টাকা দিয়ে এই উদ্দ্যোগটি নেন। গ্রুপ পরিচালকরা বলেন সবার সহযোগিতায় আমরা এই ভালো কাজটি করতে সফল হয়েছি।


আমাদের এই গ্রুপ খোলার কারণ  অসহায়দের পাশে দাঁড়ানো। আমাদের গ্রুপের এডমিন মডারেটর ১৬ জন। সবার মাধ্যমে অসহায়দের বাসায় গিয়ে শীত বস্ত্র  (কম্বল) পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। “মানুষ মানুষের জন্য” কথাটি বাস্তবে রুপান্তরিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

সমাজের সচেতন মহল এই গ্রুপটিকে সহযোগিতা করতে চাইলে এই বিকাশ নম্বরে যোগাযোগ করতে পারেন।  ০১৭৬২-৩৩৬২৯৮ (বিকাশ,নগদ এবং ডাচ-বাংলা) । অনুষ্ঠানে ৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন