কিশোরগঞ্জ র ্যাবের অভিযানে ৯ জুয়াড়ি আটক

কিশোরগঞ্জ র ্যাবের অভিযানে ৯ জুয়াড়ি আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ৩২ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ নেয় জুয়াড়িকে আটক করেছে র ্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ১টি চৌকস আভিযানিক টিম।আটককৃতরা হচ্ছেন,কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মতিন(৪০)কামালিয়ারচর এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মো:শফিকুল (৩০),কুট্রাগড় এলাকার সোহরাব উদ্দিনের ছেলে মোঃ নূর ইসলাম (৩২),কামালিয়ারচর এলাকার মৃত শফির উদ্দিনের ছেলে আবু বাক্কার সিদ্দিক স্বপন(৩৮),একই এলাকার মৃত আবু বাক্ কার সিদ্দিকের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২২),দনাইল এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে তরিকুল (১৯) কামালিয়ারচর এলাকার আব্দুর রহিমের ছেলে শামীম(৩০),একই এলাকার মৃত ইসরাইলের ছেলে বাদল মিয়া(৩৫),ও দনাইল এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আবুল কালাম(৫০)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামালিয়ার চরস্থ আনিচের ফিসারির উত্তর পাশের মৃত আঙ্গুর আলীর ধান ক্ষেত্রের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় এদের আটক করা হয়।আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ তারা এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র ্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (উপ-পরিচালক) লে.কমান্ডার এম শোভন খান।

আপনি আরও পড়তে পারেন