একসঙ্গে জন্ম, একসঙ্গেই মৃত্যু

জন্মের ১৯ মাসের মাথায় পানিতে ডুবে মারা গেছে রাহিম আহমদ ও ফাইজা বেগম নামে দুই যমজ শিশু। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ১৯ মাস আগে শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ঘর আলোকিত করে আসে এই যমজ দুই সন্তান। একসঙ্গে এসে আবার একসঙ্গে মারা যাওয়ার ঘটনায় শোকাতুর হয়ে পড়েছেন শিশুদের পরিবার ও আত্মীয় স্বজন। পুলিশ জানিয়েছে, বাড়ির উঠানে খেলার সময় যমজ ‍দুই বাচ্চা পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। চারপাশে খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরেই ভেসে ওঠে রাহিম ও ফাইজার মরদেহ। রোববার রাতে শিশুদের বাবা মোস্তাক আহমদ অপমৃত্যুর মামলা করেছেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছাহাবুল ইসলাম।

জন্মের ১৯ মাসের মাথায় পানিতে ডুবে মারা গেছে রাহিম আহমদ ও ফাইজা বেগম নামে দুই যমজ শিশু। 

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

১৯ মাস আগে শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ঘর আলোকিত করে আসে এই যমজ দুই সন্তান। একসঙ্গে এসে আবার একসঙ্গে মারা যাওয়ার ঘটনায় শোকাতুর হয়ে পড়েছেন শিশুদের পরিবার ও আত্মীয় স্বজন। 

পুলিশ জানিয়েছে, বাড়ির উঠানে খেলার সময় যমজ ‍দুই বাচ্চা পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। চারপাশে খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরেই ভেসে ওঠে রাহিম ও ফাইজার মরদেহ। 

রোববার রাতে শিশুদের বাবা মোস্তাক আহমদ অপমৃত্যুর মামলা করেছেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছাহাবুল ইসলাম।

আপনি আরও পড়তে পারেন