‘বিজয় বাংলা-২০২০’ আর্ট ক্যাম্প সম্পন্ন

'বিজয় বাংলা-২০২০' আর্ট ক্যাম্প সম্পন্ন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের আয়োজনে আর্ট ক্যাম্প সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) কিংবদন্তী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশ পল্লীতে বারজন চিত্রশিল্পী দিনব্যাপী এই আর্ট ক্যাম্পে অংশ নেন।

বিশিষ্ট চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সাধারণ সম্পাদক শিল্পী ফারজানা ইয়াসমিনের পরিচালনায় ও শিল্পী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বিজয় বাংলা-২০২০’ শিরোনামের আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন- কিবরিয়া কাজী, আফরোজা খন্দকার, আঁখিনুর রহমান ঝর্না, মাহফুজা বেগম বিউটি, এ.বি.এম সাফিউল আলম (সাব্বির), মোঃ রাজন, শারমিন আহমেদ, অরিন আহমেদ এবং খুশবু খান।

আর্ট ক্যাম্প শেষে বিকেলে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করেন শিল্পী আহমেদ নেওয়াজ, শিল্পী ফারজানা ইয়াসমিন এবং শিল্পী সাইফুল ইসলাম।

আপনি আরও পড়তে পারেন