মিরসরাইয়ে বিনামূল্যে গবাদিপশুর কৃমি ও মুরগী বিতরণ

মিরসরাইয়ে বিনামূল্যে গবাদিপশুর কৃমি ও মুরগী বিতরণ

মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলা প্রানিসম্পদ অফিসের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে এল ডি ডি পি প্রকল্পের আওতায় ২১ ডিসেম্বর রোজ সোমবার দক্ষিন তালবাড়ীয়া গ্রামে গবাদিপশুর কৃমি বিতরণ করা হয়।

এইসময় মিরসরাইয়ে সব ইউনিয়নে ক্রমানয়ে বিতরণ করা হবে বলে জানানো হয় এবং এন এ টি পি ফেজ-২ এর আওতায় ১৪জন মুরগী পালন সিআইজি সদস্যদের মাঝে প্রতিজনকে উন্নত জাতের ৬টি ব্রিডার মুরগী, মুরগীর ঘর, ১০ কেজি মুরগীর খাদ্য, ১টি সাইনবোর্ড এবং ৩শত টাকা করে ব্রিফিং ভাতা প্রদান করা হয়।এই সময় চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ এখন মাংসে স্বয়ংসর্ম্পূণ, ডিমে স্বয়ংসর্ম্পূণ কিন্তু দুধে স্বয়ংসর্ম্পূণ হতে এখনও পারে না। এই জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে।

তাই গবাদিপশুর কৃমি খুব উপকার আসবে বলে তিনি বলেন।উক্ত প্রাণিসম্পদ অফিসের ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জেলার জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক সহ অত্র অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন