ধর্মপাশায় ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে মানববন্ধন

ধর্মপাশায় ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি


হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক জুবায়ের পাশা হিমুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন, উপজেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সুশীল চন্দ্র সরকার, সদস্য রোকন উদ্দিন ও নূরুল আমিন।


মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মপাশা উপজেলা হাওর বেষ্টিত। চতুরদিকে হাওর। আমরা ৬ মাস পানি বন্দি থাকি। উপজেলার অনেক গ্রামে যোগাযোগ বিচ্ছিন হয়ে যায় এসময়। হাওর এলাকা দেশের অন্যান্য এলাকা থেকে এই অনেক পিছিয়ে রয়েছে। এজন্য হাওরের জন্য আলাদা মন্ত্রণালয় প্রয়োজন। আলাদা মন্ত্রণালয় হলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো।


মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আপনি আরও পড়তে পারেন