সীতাকুণ্ডে ভোট কেন্দ্রে ইভিএম মেশিন ভাংচুর

সীতাকুণ্ডে ভোট কেন্দ্রে ইভিএম মেশিন ভাংচুর

এম কে মনির, সীতাকুণ্ড প্রতিনিধি


 সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের আলম শফি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ইভিএম মেশিন ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ ভোট চলাকালীন বেলা দেড়টার দিকে এই ভাংচুরের ঘটনা ঘটে। উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এম এ শহীদ ভূঁঞা সাপ্তাহিক সীতাকুণ্ডকে জানান সুষ্ঠ ভোট চলাকালীন হঠাৎ একদল লোক ভোট কেন্দ্রের ৩নং বুথে ঢুকে সার্চ করে এবং হামলা চালিয়ে ইভিএম মেশিন ভেঙে চুরমার করে দেয়।

এসময় আমাদের গাড়ী চালককেও মারধর করে।তিনি জানান ওই বুথে টোটাল ভোট সংগ্রহের কথা ৩৫৮ টি। ঘটনার পূর্ব মুহূর্ত পর্যন্ত ১০৫টি ভোট প্রদান করা হয়।এক প্রশ্নের জবাবে শহীদ ভূঁঞা জানান মেশিন ভাংচুর হলেও অডিট কার্ডের মাধ্যমে প্রদানকৃত ভোট সম্পর্কে জানা যাবে। পরর্বতীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবিহিত করা হলে তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনার পর ৩০ মিনিট ভোট বন্ধ থাকলেও এই রিপোর্ট লেখাকালীন বেলা ২টায় পুনরায় ভোটগ্রহণ চলছে।

আপনি আরও পড়তে পারেন